বাংলাদেশের খবর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮

বগুড়ায় উপজেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জামাদী বিতরণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন উপজেলায় পাঠানো শুরু ছবি : বাংলাদেশের খবর


জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বগুড়ার ৭টি নির্বাচনী এলাকায় পাঠানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ার ৭টি নির্বাচনী এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিবাচনী সরঞ্জামাদী পাঠানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হবে। শুধু মাত্র ব্যালট পেপার বাদে সব ধরনোর নির্বাচনী সরঞ্জামাদী উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।

বগুড়ায় এবার ৯২৬টি কেন্দ্রের ৪হাজার ৭৯৪টি কক্ষে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ৪হাজার ৭৯৪টি স্থায়ী ভোট কক্ষ এবং ২৬৬টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে। এবার এসব কক্ষে জেলায় মোট ২৫ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১