বাংলাদেশের খবর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ২

মানচিত্রে চট্টগ্রাম সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকু্লের কুমিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাইয়িদ ইকরাম শাফি (৪৮) ও আজাদ কামাল নিশান (২০)।

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, শাফি, বক্কর ও নিশান নামে তিন ব্যক্তি একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দিয়ে আসছিলেন। কুমিরা মাজার গেইট এলাকায় ‘আহমদিয়া এন্টারপ্রাইজ’ নামে কম্পিউটার ও ফটোকপির দোকানে বসে তারা এ কাজ করতেন। আজ শুক্রবার ভোরে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারের পর সাইয়িদ ইকরাম শাফী নিজেকে দৈনিক দিনকালের সাবেক সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া বক্করকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১