বাংলাদেশের খবর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে : শেখ তন্ময়

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শেখ তন্ময় ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, `আমাদের সংবিধানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এখানে সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ আদর্শে বর্তমান সরকার অবিচল। তাই বর্তমান সরকার এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করেছে তা বিশ্বে বিরল'। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে সনাতন ধর্মাবলম্বীদেরে সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো ধর্মেই বল প্রয়োগের স্থান নেই। এখানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই। তবে স্ব-স্ব ধর্ম পালনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিজ ধর্মের পালনকালে অন্য ধর্ম পালনে সমস্যার সৃষ্টি না হয়। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আসুন আমরা সকলে মিলে বাগেরহাটের ঐতিহ্য সাসাম্প্রদায়িক সম্প্রীতি বাঁধন সমুন্নত রাখি’।

সকলকে একই চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বাগেরহাট-২ আসনের ৭০ হাজার হিন্দুদের শতভাগ ভোট তিনি নৌকার প্রতিকের পক্ষে দাবি করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তন্ময়ের সাথে সনাতন ধর্মাবলম্বী সুধীজনের ওই মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১