বাংলাদেশের খবর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮

অধিনায়ক মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা ছবি : ইন্টারনেট


শুধু নির্বাচক কমিটিতেই নয়। পরিবর্তন এলো শ্রীলঙ্কার সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্বেও। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বের গুরুভার চেপেছে লাসিথ মালিঙ্গার কাঁধে। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন লঙ্কান এ তারকা পেসার। উইকেটকিপার-ব্যাটসমান নিরোশান দিকভেলা নির্বাচিত হয়েছেন তার সহকারী। মালিঙ্গার নেতৃত্বে নিউজিল্যান্ডে সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল। একই সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন থিসারা পেরেরা। কিন্তু গ্রায়েম ল্যাবরয়ের নির্বাচক কমিটির বিদায়ে এসেছে আশান্থা ডি মেলের প্যানেল। এ পরিবর্তনের প্রভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তিন মাস যেতে না যেতেই অধিনায়কত্ব পেলেন মালিঙ্গা। ফর্ম ও ফিটনেসহীনতার কারণে এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন মালিঙ্গা। ফেরেন সেপ্টেম্বরে এশিয়া কাপের মাধ্যমে। তখন থেকেই বল হাতে সাফল্য পেতে থাকেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান দিকভেলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দানুস্কা গুনাথিলাকা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শনাকা, লাকশান সান্দাকান, সিকুগে প্রসন্ন, দুষ্মন্ত চামিরা, কুসান রাজিথ, নুয়ান প্রদ্বীপ ও লাহিরু কুমারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১