বাংলাদেশের খবর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮

ইবিতে শিক্ষক লাঞ্ছিত

বহিরাগত নিষিদ্ধসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিভাগীয় শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা প্রতিনিধির পাঠানো ছবি


বিভাগীয় শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ক্যাম্পাসের ভেতরে বহিরাগত চলাচল নিষিদ্ধসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- লাঞ্ছিতকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার ও ভবিষ্যতে এরুপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণ।

জানা যায়, গত ১২ ডিসেম্বর (বুধবার) বিকেলে ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯নং) ড. এমতাজ হোসেন শারিরীকভাবে লাঞ্ছিত হয়। জিয়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে বিশ্বাবদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্টার মানজারে আলম মিরু তাকে লাঞ্ছিত করেন। এসময় মিরুর সঙ্গে ছিলেন অনিয়মিত কর্মচারি নুরুজ্জামান ও বহিরাগত আলী কদর।

এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকের বিভাগের শিক্ষার্থীরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১