বাংলাদেশের খবর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮

ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকা লেনদেন


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বড় লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানির ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লেনদেনে তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানিটির ৯ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের ১ কোটি ৭৭ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৬৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৯০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ১৭ লাখ ৫০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, মুন্নু সিরামিকের ২ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১