বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮

আর নিতে পারছি না

একই ফ্রেমে আমজাদ হোসেন ও আলাউদ্দিন আলী ছবি : সংগৃহীত


আমজাদ হোসেনের চলচ্চিত্রে সর্বাধিক গানের সুরকার ছিলেন আলাউদ্দীন আলী। আমজাদ হোসেন গীতিকার হিসেবেও এই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন। তার লেখা বেশিরভাগ গানের সুর করেছেন আলাউদ্দীন আলী। এক সময়ে দেশের চলচ্চিত্রে এই দুজনকে ‘মানিকজোড়’ বলে ডাকা হতো। গতকাল সুরকার আলাউদ্দীন আলীর কাছে আমজাদ হোসেনের মৃত্যু নিয়ে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন- আমজাদ ভাই আর নেই, খবরটি শোনার পর কী যে খারাপ লেগেছে, বলা যাবে না। আমার সঙ্গীতজীবনে তার সঙ্গে কত শত স্মৃতি, বলে শেষ করতে পারব না! তার চলচ্চিত্রের জন্য প্রচুর গান করেছি, যেসব গান বাংলাদেশের মানুষের কাছে আজো সমান জনপ্রিয়। একেকটি গান করতে গিয়ে দুজনের কত দিন কত রাত একসঙ্গে কেটেছে, তার হিসাব নেই। আমাদের দুজনকে এক সময় চলচ্চিত্র, সঙ্গীতাঙ্গনের মানুষ ‘মানিকজোড়’ বলে ডাকতেন। সেই ‘মানিকজোড়’ ভেঙে গেল।

আমজাদ হোসেনের মৃত্যুতে ভীষণ মুষড়ে পড়েছেন জানিয়ে আলাউদ্দীন আলী বলেন, বেশ কিছুদিন ধরেই একের পর এক প্রিয় মানুষ চলে যাচ্ছেন। প্রিয় মানুষের মৃত্যুর মিছিল যেন দিন দিন বড় হচ্ছে। আর নিতে পারছি না। আমি নিজেও অসুস্থ। খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাকে নিয়ে আর কিছু বলতে পারছি না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১