বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮

কটরেলের স্যালুট

ক্যারিবীয় পেসার শেলডন কটরেল সংগৃহীত ছবি


দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ব্রাফেটের হাতে ক্যাচ দিলেন তামিম ইকবাল। প্রথম উইকেটের পতন বাংলাদেশের। উইকেট প্রাপ্তির আনন্দে বোলার উদযাপন করবেন। সেটাই স্বাভাবিক। ক্যারিবীয় পেসার শেলডন কটরেল যা করলেন, তা সবার চোখে লেগে আছে এখনো। সৈনিকের মতো করলেন স্যালুট। পিটি-প্যারেড করে কয়েক কদম এগিয়ে বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর ডান হাতে স্যালুট। এরপর পেছনের দিকে শরীরটা হালকা দুলিয়ে মুখে রাজ্যের হাসি।

গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। চার উইকেট বগলদাবা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি পেসার কটরেল। উইকেট চারটিও খুবই দামি। তিনি তুলে নেন তামিম, সৌম্য, সাকিব ও মাহমুদউল্লাহর উইকেট। প্রতিটি উইকেট নেওয়ার পরই কটরেলের স্যালুট নজর কেড়েছে সবার।

কেন এমন উদযাপন কটরেলের? অনেকটা সৈনিকের মতো। আসলে ক্রিকেটার হওয়ার আগে সৈনিকই ছিলেন কটরেল। কাজ করেছেন জ্যামাইকান ডিফেন্স ফোর্সে। এখন ক্রিকেটার হলেও উইকেট উদযাপনে ধরে রেখেছেন সৈনিকের আবহ।

ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় কটরেল জানান তার অভিব্যক্তি, ‘সবকিছুই সহজ ছিল না। আমরা ভালো করেছি। বল হাতে ওশানে শুরুটা ভালো করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছু দুর্বল শট খেলেছে। কিন্তু আমরা সঠিক জায়গায় বল করে গেছি। ভালো লাগছে ম্যাচটি জিততে পেরে। আমি একজন সৈনিক ছিলাম। জ্যামাইকা থেকে ফিরে এসে নাম লিখিয়েছি ক্রিকেটে। ফলে উইকেট প্রাপ্তির পর আগের জীবনের প্রতিচ্ছবিটা সবাইকে দেখাতে চেয়েছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১