বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮

উইন্ডিজের বিশ্বরেকর্ড

মারকুটে ব্যাটসম্যান শাই হোপ সংগৃহীত ছবি


প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন ম্যাচে একটা বিশ্বরেকর্ডও স্পর্শ করেছে ক্যারিবীয় শিবির। তা হলো পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

শাই হোপের ব্যাটিং ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ স্পর্শ করে এই রেকর্ড। পাওয়ার প্লের ৬ ওভারে ক্যারিবিয়ানরা তোলে ৯১ রান। পাওয়ার প্লেতে যা সর্বোচ্চ দলীয় রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সিলেটেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ৯১ করেছিল নেদারল্যান্ডস। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ৬ ওভারে ৯১ করেছিল আয়ারল্যান্ড। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একই রান তুলেছিল অস্ট্রেলিয়া।

রেকর্ড হয়েছে আরেকটি। আর সেটা শাই হোপের। ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। গতকাল টি-টোয়েন্টি ম্যাচেও দেখান তিনি তার রুদ্র রূপ। খেলেন ২৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস। তিনটি চারের বিপরীতে ছক্কা হাঁকান ৬টি। রেকর্ডটি হয়েছে হোপের ফিফটি করার ক্ষেত্রে। ১৬ বলেই তিনি স্পর্শ করেন ফিফটি। টি-টোয়েন্টিতে যা ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের দ্রুততম ফিফটি ছিল যৌথভাবে কাইরান পোলার্ড ও ক্রিস গেইলের, ২০ বলে। এবার সবার ওপরে চলে গেলেন শাই হোপ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১