বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮

কলকাতা মাতালেন আঁখি

আঁখি আলমগীর ছবি : সংগৃহীত


চলতি বছরের শুরুতে কলকাতার যোদপুর পার্কে ‘উৎসব’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। বছর শেষ না হতে আবারো কলকাতার দর্শক-শ্রোতাদের মাত করলেন আঁখি আলমগীর। ১৪ ডিসেম্বর ‘দ্য ক্যালকাটা সুইমিং ক্লাব’ আয়োজিত ক্লাবের আউটডোর পুলে সঙ্গীত পরিবেশন করেন আঁখি। টানা আড়াই ঘণ্টার পারফরম্যান্সে দর্শকদের মাত করে দিয়েছেন আঁখি। জানা গেছে, ‘বোকামন’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘লাগজা গালে’, ‘দামাদাম মাসকালান্দার’সহ আরো অনেক গান পরিবেশন করেন তিনি।

আঁখি আলমগীর বলেন, ‘যেহেতু এই ক্লাবটির প্রায় নব্বই ভাগই সদস্য নন বেঙ্গলি, তাই বাংলা গানের চেয়ে ভিনদেশি গান গাইতে হয়েছে আমাকে। উপস্থিত দর্শকরা আমার গান প্রাণভরে উপভোগ করেছেন। একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী হিসেবে কলকাতায় এমন একটি পুরনো ঐতিহ্যবাহী ক্লাবে ভিনদেশের দর্শকের সামনে গান গাইতে পারার মধ্যে অনেক গর্ব যেমন অনুভব করেছি ঠিক তেমনি প্রতিটি গানে তাদের মধ্যে যে উল্লাস আনন্দ আমি লক্ষ্য করেছি তা একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমাকে ভীষণ পুলকিত করেছে। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বিরাট এক অর্জন। আমি আয়োজকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ায়। আর সবার কাছে দোয়া চাই যেন আগামীতে এমন সঙ্গীত সন্ধ্যা উপহার দিতে পারি।’

কলকাতায় আঁখি আলমগীরের সঙ্গে যারা যন্ত্রশিল্পী ছিলেন কীবোর্ডে বাপ্পী, প্যাডে শাকিব, লডি গিটারে সামু, বেইজ গিটারে রানা এবং পারকেসনে উজ্জ্বল। এদিকে আর কিছুদিনের মধ্যে নতুন একটি গান নিয়ে আঁখি আলমগীর দর্শক-শ্রোতাদের মধ্যে হাজির হচ্ছেন। এরই মধ্যে নতুন গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। তার নতুন গানে চমক রয়েছে বলেই জানিয়েছেন আঁখি আলমগীর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১