বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮

লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার ৪

গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনশনরত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার  বিকালে উপজেলার ইছাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে মো. সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী মো. ইমান আলী প্রামানিকের ছেলে আব্দুল লতিফ প্রামানিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে মো. জয়নাল আবেদীন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।

এর আগে, গত ১৬ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগ করতে গেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল এলাকায় আবদুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই তিনদফা দাবিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১