বাংলাদেশের খবর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮

সখীপুরে পুলিশের গাড়িতে হামলায় চার পুলিশ সদস্য আহত

সখীপুরে পুলিশের পিকআপ ভ্যানে হামলায় বিধ্বস্ত পুলিশ ভ্যান ছবি : বাংলাদেশের খবর


সখীপুরে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত একটার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারের দক্ষিণে মোটের পুকুরপাড় এলাকায় সড়কে গাছ ফেলে এ হামলা চালানো হয়। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ সভাপতি আবদুল হালিম সরকার লালকে প্রধান আসামি করে ১৫০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরো দেড়’শ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাতেই সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চুসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে হামলার অভিযোগে মামলার আসামি আবদুল হালিম সরকারকে গ্রেফতারে মঙ্গলবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। ফেরার পথে বড়চওনা এলাকার মোটের পুকুরপাড় এলাকায় সড়কে গাছ ফেলে দুর্বৃত্তরা পুলিশ ভ্যানের গতিরোধ করে। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করলে পুলিশ আত্মরক্ষার্থে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে খবর পেয়ে আশেপাশে থাকা পুলিশের টহল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। হামলায় সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়। আহত দয়াল চন্দ্র ও কনস্টেবল শফিকুল ইসলামকে হাসপাতালে রেখে অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক কাউন্সিলর হাতেম আলী শিকদার, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নতুব আলী, বিএনপি সমর্থক আবদুল মালেক ও হাসান আলী গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান, সখীপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ও সখীপুর থানার ওসি মো. আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান বলেন, একটি মামলার আসামিকে গ্রেফতার করতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। ফেরার পথে ওই আসামির লোকজন পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা দু’টি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পুলিশের গাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলাম আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বড়চওনা এলাকায় মিছিল সমাবেশ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১