বাংলাদেশের খবর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮

সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপির অফিস ভাংচুর

ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গ্রেফতার


নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় দল।

এ ঘটনায় আওয়ামী লীগের দায়ের করা মামলায় পুলিশ সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ছাতারপাইয়া ইউপি বিএনপির সভাপতি আবদুর রহমানকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে। এছাড়া গতকাল রাতে সেনবাগ পৌরসভা বিন্নাগুনি ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির নেতা ইয়াছিন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের কর্মীরা উপজেলার ছাতারপাইয়ায় বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করে। এর জের ধরে একই রাতে ওই ইউনিয়নের ছিলাদীতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর করে বিএনপির কর্মীরা। এঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমানকে গ্রেফতার করে।

অপরদিকে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিনে সেনবাগে বিক্ষিপ্ত হামলা ,ভাংচুরের ঘটনা অব্যাহত রয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে সেনবাগ পৌরসভায় অবস্থিত পৌরসভা বিএনপির অফিস ভাংচুর ও বুধবার অফিসে তালা লাগিয়ে দেওয়া ও সোমবার উপজেলার নবীপুরে নির্বাচনী প্রচার মাইক লুটের ঘটনা ঘটেছে।

তবে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ এবং নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে জানান, বিএনপি অফিস , গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও প্রচার মাইক লুটের ঘটনায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহন করেনী। কিন্তু আওযামীলীগ অভিযোগ দেওয়ার সাথে সাথে আমাদের নেতাদের গ্রেফতার ও হয়রানি করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১