বাংলাদেশের খবর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮

গোপালগঞ্জে ১২ জনসহ সড়কে ১৮ মৃত্যু

গোপালগঞ্জে ১২ জনসহ সড়কে ১৮ মৃত্যু প্রতীকী ছবি


গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও তিন চাকার যাত্রী পরিবহন মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুরের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা বাস ও মহেন্দ্রযাত্রী এবং পথচারী।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাগেরহাটের রামপালে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চাপায় এক শিশু ও কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের সহকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতরা হলেন মহেন্দ্রচালক সদর উপজেলার শুকতাইল গ্রামের রাজীব মোল্লা (২৬), হরিদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা (২৬), ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজী (৪০), সুলতানশাহী গ্রামের আলামিন শেখের ছেলে নয়ন শেখ (১১) ও তার বোন মরিয়ম (৮), তেবাড়িয়া গ্রামের জানে আলম (৩৭), টেকেরহাটের সিরাজ বেপারির স্ত্রী রেণু বেগম (৪৫) ও তার মেয়ে মেঘলা (৯), চন্দ্রদীঘলিয়া গ্রামের জগলু সিকদার (৩৫)। অন্যদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হরিদাসপুরের নিমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক গোপালগঞ্জ থেকে আসা একটি তিন চাকার মহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মহেন্দ্রটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়।

ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় ১০ মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ২৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

বাগেরহাট : জেলার রামপাল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

তিনি বলেন, গত বুধবার রাত ৩টার দিকে রামপালের সোনাতুনিয়া এলাকার খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রামপালের পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস এবং মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম আরো বলেন, বুধবার রাতে ঢাকা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা আল আরাফাত পরিবহনের বাসটি সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। তাতে বাসটি রাস্তার ওপরে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার নাসিরনগর উপজেলায় ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. হাসান খাঁ (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান খাঁ গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যান হাসান খাঁকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সাতক্ষীরা : জেলার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল চাপায় নাঈম নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সাতক্ষীরা সদর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের লিটনের ছেলে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা বৈদ্যেরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন (২৪) নামে কভার্ড ভ্যান চালকের এক সহকারী নিহত হয়েছেন। ভোরে কভার্ড ভ্যানটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার। তিনি নোয়াখালীর সুধারাম থানার পূর্বচর চোল্লারপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১