বাংলাদেশের খবর

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮

নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই: নজরুল ইসলাম


আসন্ন একাদশ সংসদীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘তারা (জামায়াত নেতারা) বিএনপি মনোনীত প্রার্থী। তারা নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত তাদের মনোনয়ন দেয়নি, বিএনপি তাদের মনোনয়ন দিয়েছে।’

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আদালত প্রার্থিতা বাতিল করায় যেসব সংসদীয় আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে গেছে- সেসব আসনে পুনঃতফসিল দেওয়া অথবা অন্য প্রার্থীকে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে চিঠি জমা দিতে নির্বাচন কমিশনে আসেন সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল।

জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে এমন প্রার্থীদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, ‘এটা আসলে কোনো ব্যাপার নয়। আইন অনুযায়ী সেটি বৈধ অথবা অবৈধ কিনা তা হচ্ছে মূল বিষয়। জামায়াত নিবন্ধিত দল নয়। আমরা জানি না কে জামায়াত সমর্থন করে।’

বিএনপি নেতা বলেন, ‘যদি এটি অবৈধ হয়, তাহলে প্রতীক বরাদ্দের আগে নির্বাচন কমিশনের তাদের প্রার্থিতা বাতিল করা উচিৎ ছিল।’

নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় বলেছে তারা নির্বাচন কমিশনের প্রতিটি আদেশ মেনে নেবে। তাহলে তারা এখন প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে কেন? সারা দেশে বিএনপি প্রার্থীদের হামলা, গ্রেফতার ও হয়রানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাইকোর্ট বিএনপির বিভিন্ন প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে, অন্যদিকে যাদের বৈধ ঘোষণা করা হয়েছে তারা হামলা ও হয়রানির শিকার হচ্ছে।’

বিএনপি নেতা উল্লেখ করেন, বরিশাল-৪ আসনের প্রার্থী শিরিন আক্তার, নরসিংদী মনোহরদী আসনের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মঞ্জুর এলাহী আওয়ামী লীগ কর্মী ও পুলিশের হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের আসার পথে বাধা সৃষ্টি করছে সরকার। যদি তারা ভিসা না পায়, তবে তারা কীভাবে বাংলাদেশে আসবে। আসলে সরকার নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করার চেষ্টা করছে।’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ডালিম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সেসময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১