বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮

বাদশাহ সালমানের ভাই প্রিন্স তালাল বিন আজিজের জীবনাবসান

প্রিন্স তালাল বিন আজিজ ছবি : ইন্টারনেট


সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুলাজিজ ইবনে সৌদের ছেলে ও দেশটির বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাই প্রিন্স তালাল বিন আব্দুলাজিজের মৃত্যু হয়েছে। শনিবার সৌদি রাজ দরবার জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৭ বছর বয়সে মারা গেছেন প্রিন্স তালাল।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, টুইটারে তার ছেলে প্রিন্স আব্দুলাজিজ বিন তালাল তার বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি ধনকুবের আলওয়ালিদ বিন তালালের বাবা প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে তিনি যোগাযোগ এবং অর্থমন্ত্রীসহ সৌদি আরব সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

দেশটির সাংবিধানিক সংস্কার দাবি করায় ১৯৬০ সাল থেকে তালাল বিন আব্দুল আজিজ নির্বাসিত জীবনযাপন করেন। সেসময় মিসরীয় প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে এক হয়ে সৌদি আরবের সাংবিধানিক পরিবর্তন দাবির কারণে তার পাসপোর্ট বাতিল করে সৌদি কর্তৃপক্ষ। এরপর ফয়সাল বিন আব্দুল আজিজ আল-সৌদ বাদশা হওয়ার পর ১৯৬৪ সালে দেশে ফিরে আসেন তিনি।

২০১১ সালে তিনি অ্যালিজিয়েন্স পরিষদ থেকে পদত্যাগ করেন। সৌদি নারীদের গাড়ি চালানো ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের অনুমতির পক্ষে অবস্থান ছিলো তার। আজ রোববার তার জানাজা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১