বাংলাদেশের খবর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮

আট বছরের শিশুর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়

সমান্যু পথুরাজু ছবি : ইন্টারনেট


বয়স মাত্র আট। এর মধ্যেই সে জয় করে ফেলেছে দুটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সম্প্রতি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পবর্তশৃঙ্গ মাউন্ট কোসকিউসজো জয় করে সে। এরআগে গত ২ এপ্রিল সবচেয়ে কমবয়সী হিসেবে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত চূড়ায় সফলভাবে আরোহণ করে। খবর আনন্দবাজার পত্রিকা। 

সমান্যু পথুরাজু নামের এই শিশুটির বাড়ি ভারতের হায়দ্রাবাদ শহরে। তার মতো বয়সে অনেকে পর্বতারোহণ তো দূরে থাক পাহাড় দেখলেই ভয় পায়। কিন্তু দুটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে সবাইকে অবাক করে দিয়েছে সে। পাঁচ সদস্যের একটি দল নিয়ে গত ১২ ডিসেম্বর ২ হাজার ২২৮ মিটার উঁচু মাউন্ট কোসকিউসজো জয় করে পথুরাজু। এই দলে তার মা ও বোন ছিল।

মাউন্ট কোসকিউসজো সফলভাবে আরোহণ করার পর পথুরাজু বলে, আমি চারটি পর্বতশৃঙ্গ জয় করেছি। এবার জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি জয় করতে চাই। এজন্য প্রস্তুতি নিচ্ছি। বড় হয়ে বিমানবাহিনীর কর্মকর্তা হতে ইচ্ছুক এই শিশুর পর্বত আরোহণের প্রতি ঝোঁক তৈরি হয় তার স্কুলের এক অনুষ্ঠান থেকে। এরপর সে তার পরিবারের সঙ্গে এ বিষয়ে কথা বলে। পরিবাররে সদস্যরা তাকে সব ধরনের সহযোগিতা করেছে। তার সব অভিযানের সঙ্গী বোনসহ পরিবারের অন্য সদস্যরা।

সর্বশেষ অভিযানে তেলাঙ্গানার তাঁত শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে তারা তাঁতে বোনা পোশাক পরে। তার মা বলেন, প্রত্যেকটি পর্বতারোহণের পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া আমরা অভিযানে নামি না। এবার আমাদের উদ্দেশ্য ছিল তেলাঙ্গানার তাঁত শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরা। আমরা এটি করতে সক্ষম হয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১