বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮

৩০ ডিসেম্বর হবে ভোটের বিপ্লব : ড. কামাল

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সংগৃহীত ছবি


জাতীয় এক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের একমাত্র ভরসা রাষ্ট্রের জনগণ। ৩০ তারিখ আমরা সবাই বিপ্লব করব। সেটা হবে ভোটের বিপ্লব। এ বিপ্লবের বিজয় শুধু একটি দলের নয়, তা হবে জনগণের বিজয়।’

আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

এ সময় ড. কামালের পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা বিজয় অর্জন করব... এটা কোনো দলের বিজয় হবে না, এটা হবে জনগণের বিজয়... সবার বিজয়।’

তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। (আমরা) সারাজীবন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বিজয়ী হয়েছি, স্বৈরাচার নয়। স্বৈরাচার বিজয়ী হলে ৭১ হত না, বাংলাদেশ হত না।

বাংলাদেশের জনগণ কখনও অস্ত্র, অর্থ ও ক্ষমতার কাছে নতি স্বীকার করেনি উল্লেখ করে ড. কামাল বলেনন, দেশের জনগণ এবারও পরাজিত হবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১