বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮

ভোটের দিন সাংবাদিকদের বাইক ব্যবহারের অনুমতি 

ভোটের দিন সাংবাদিকদের বাইক ব্যবহারের অনুমতি  প্রতীকী ছবি


মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে নির্বাচনী খবর সংগ্রহে সাংবাদিকদের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের জানান, খবর সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগের মতো স্টিকার লাগিয়ে সাংবাদিকরা নির্বাচনের দিন খবর সংগ্রহ করতে  পারবেন। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে।গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন জানায়, সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো স্টিকার দেওয়া হবে না।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানের সই করা নীতিমালায় বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।  ভোটকেন্দ্রে ঢোকার পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি  তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনো ক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। সাংবাদিকরা ভোট গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১