বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮

ভারতে আইফোন সংযোজন শুরু আগামী বছর


আগামী বছর থেকেই ভারতে আইফোন সংযোজন শুরু করবে অ্যাপল। প্রতিষ্ঠানটির স্থানীয় পার্টনার ফক্সকন এ কারখানা পরিচালনা করবে। একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্সকনের এ প্ল্যান্টে শুধু আইফোনের হাইঅ্যান্ড মডেলগুলোরই সংযোজন করা হবে। অর্থাৎ প্রাথমিকভাবে আইফোন টেন এবং এর অন্যান্য ভ্যারিয়েন্টই কেবল এখানে সংযোজনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

বর্তমানে ভারতের তামিলনাড়ুতে অবস্থিত ফক্সকনের এ কারখানায় তৈরি করা হচ্ছে শাওমি স্মার্টফোন। আইফোন তৈরির জন্য এ কারখানাটিই সম্প্রসারণ করার কথা রয়েছে। এজন্য ফক্সকন আরো ৩৫৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মাধ্যমে নতুন করে আরো প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

গত বছর আইফোন টেন বাজারে আনে অ্যাপল। তবে এ বছর আইফোন টেন এস এবং টেন আর বাজারে আসার পর আইফোন টেনের উৎপাদন কমিয়ে দেওয়া হয়। তবে ভারতের বাজারে নতুন করে ফোনটির উৎপাদনে যেতে পারে অ্যাপল, এমন কথাও শোনা যাচ্ছে। বর্তমানে ভারতের বাজারে কম মূল্যের আইফোনের বেশ ভালো কদর রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে দেশটিতে আইফোন টেনের গ্রাহক বাড়াতে পরিকল্পনা করছে অ্যাপল।

তবে এ পরিকল্পনার বিষয়ে অ্যাপল এবং ফক্সকন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। চীনে বর্তমানে ফক্সকনের যে কারখানা রয়েছে তার বিকল্প হিসেবে ভারতের কারখানা চালু করা হচ্ছে কি না তাও এখনো জানা যায়নি। এ ছাড়া এ কারখানায় সংযোজনের পাশাপাশি যন্ত্রাংশ তৈরি করা হবে কি না, তাও এখনো স্পষ্ট নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১