বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮

গাজীপুর-৩ আসনে ছেলের জন্য ভোট চাইলেন ৭৫ বছরের বৃদ্ধা মা

গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন সবুজের বৃদ্ধ মা আকতার নেছা (৭৫) ছেলের জন্য নৌকায় ভোট চাইলেন ছবি : বাংলাদেশের খবর


গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন সবুজের বিশাল জনসভায় তার বৃদ্ধ মা আকতার নেছা (৭৫) ছেলের জন্য নৌকায় ভোট চাইলেন। আজ বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীর স্ত্রী,সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি কাঁপা কাঁপা কন্ঠে ভোটারদের উদ্দ্যেশে বৃদ্ধা আকতার নেছা বলেন আমার আল্লাহর পরে আপনাদের কাছেই আমার ছেলেকে রেখে দিলাম। অপনাদের কাছে আমার ছেলে সম্পুর্ন নিরাপদ এটাই আমার বিশ্বাস। অল্প সময়ের বক্তব্যে তিনি সকলের কাছে ছেলে ইকবাল হোসেন সবুজের জন্য নৌকায় ভোট চাইলেন। তিনি বলেন ‘আমার সন্তানের দিকে আপনারা খেয়াল রাইখেন, নৌকা মার্কায় ভোট দিয়েন’।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম প্রধানের সভাপতিত্বে জনসভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল হোসেন সবুজ বলেন, তিনি শ্রীপুরকে পুরোপুরি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এক মানবিক উপশহরে পরিণত করতে চান। এমপি হতে পারলে শ্রীপুরে কোনো রাজনৈতিক নির্যাতন হবে না বলে সকল দলমতের মানুষকে আশ্বাস প্রধান করে তিনি। তিনি দাবি করেন- গাজীপুরের সবচেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি আমি। রজনৈতিক নির্যাতনের কষ্ট পরিবারকে কিভাবে প্রভাবিত করে তা আমি অনেক বেশি দেখেছি। তাই এ যন্ত্রনা কারো পরিবার ভোগ করুক এটা আমি চাই না। শ্রীপুরকে আগামীর মানবিক উপশহর গড়তে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করে আ.লীগ প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, হুমায়ুন কবীর হিমু, নুরে আলম মোল্লা, পৌর কাউন্সিলর হাবিবুল্লা, শাহজাহান মন্ডল প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১