বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮

উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন : সিইসি


আতঙ্ক নয়, সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ শুক্রবার নির্বাচন কমিশন ভবনে ফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম কর্মীদের বুথ পরিদর্শন করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমি আশা করব যার যার অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করবে। কাউকে কেউ কোনোরকমের বাধাবিপত্তি যেন না দেয়, সবাই যেন শান্তি মতো ভোট দিতে পারেন। সংখ্যালঘুদের প্রতি সকলের খেয়াল রাখতে হবে। সকলের জন্য নিরাপদ পরিবেশ গঠনে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো।’

তিনি বলেন, ‘দেশবাসী যেন নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারেন, সেই প্রত্যাশা করব।’

এসময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা যাতে কোনোভাবেই আক্রান্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১