বাংলাদেশের খবর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮

সরকারের ইচ্ছার ‘একতরফা নির্বাচনের’ আভাস : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছবি : সংগৃহীত


সারাদেশে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল করাসহ সহিংসতার নানা অভিযোগ তুলে একাদশ সংসদ নির্বাচন ‘একতরফা’ হওয়ার আলামত দেখছে বিএনপি।

আজ রোববার সকালে ভোট শুরুর দুই ঘণ্টা পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এখন পর্যন্ত যে চিত্রটা দেখছি এটা একটা সহিংস নির্বাচন। সরকারের ইচ্ছার একতরফা নির্বাচনের আভাস আমরা পেলাম।

‘অর্থাৎ একতরফা নির্বাচনের মাধ্যমে তাদের অনুকূলে ফল নিয়ে যাওয়ার যে ইচ্ছা ও প্রত্যাশা, তার কিছুটা ছবি এসব ঘটনায় ফুটে উঠেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত অবস্থা কোথায় যায়?’

ভোটের কয়েক ঘণ্টা আগে রাতে চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়ায় নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। আর ভোরে রাঙামাটিতে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত হন যুবলীগের এক নেতা।

এছাড়া নোয়াখালীর একটি কেন্দ্রে সরঞ্জাম লুটের পর ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে কয়েক স্থানে ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকারও খবর পাওয়া গেছে।

ঢাকা, নোয়াখালী, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, চট্টগ্রাম, ফেনী, পিরোজপুর, গাজীপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ফরিদপুর, টাঙ্গাইল, কক্সবাজার, নারায়ণগঞ্জ, পাবনা, নরসিংদী, বরিশাল, জামালপুর, বরগুনাসহ সারাদেশে বিভিন্ন আসনে অনেক কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া, বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, প্রার্থী-সমর্থকদের ওপর হামলাসহ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেন রিজভী।

ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে শ্যামপুর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার পর তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

রিজভী বলেন, ‘বিভিন্ন আসনের কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা তো করছেই এখন পুলিশ, র‌্যাব, বিজিবি এক সাথে এই তাণ্ডবটা করছে। কোনো কোনো জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা নেই, তারা গিয়ে ভোটারদের বলছেন যে, ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হবে। এই হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচনের নমুনা।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের শিমুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি আবদুল আজিজকে হত্যা করা হয়েছে। প্রার্থী জখম হয়েছেন। সুতরাং ২০১৪ সালে ৫ জানুয়ারি শেখ হাসিনার অধীনে নির্বাচন করিনি, এই নির্বাচন যে কত রক্তাক্ত, কত মানুষের জীবন শঙ্কার কারণ হতে পারে সেটির নমুনা আমরা এখন দেখতে পারছি। এটা কী মুক্তিযুদ্ধের চেতনা? আজকে শেখ হাসিনার এই গণতন্ত্র আশির দশকের গণতান্ত্রিক আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা।’

শান্তিনগরের একটি ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় মানবজমিনের সাংবাদিক কাফি কামালের ওপর হামলা ও যমুনা টেলিভিশনের সম্প্রচার বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১