বাংলাদেশের খবর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮

আমার এলাকার ভোটারদের ভোট দিতে দিচ্ছেনা আমি ভোট দিয়ে কি করবো।

ভোট দিলেন না মির্জা আব্বাস দম্পতি।

সংবাদ সম্মেলনে আব্বাস দম্পতি ছবি : বাংলাদেশের খবর


আমার এলাকার ভোটারদের ভোট দিতে দিচ্ছেনা আমি ভোট দিয়ে কি করবো- মির্জা আব্বাস দম্পতি ।

বিশেষ প্রতিনিধি 

ভোট দেবেন না বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস। দলীয় নেতাকর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে এ দুই প্রার্থী ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন বলে জানান। 

আজ রোববার বেলা সাড়ে ১১টা ২০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তারা ভোট দেবেন না বলে জানান। মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস যখন ভোট কেন্দ্রে আসেন তখন এলাকার মহিলা ভোটার ও অনেক বয়স্ক ভোটাররা আব্বাস দম্পতিকে  ঘিরেধরে হাতে স্লিপ উচিয়ে  অভিযোগ করতে থাকেন যে সব কিছু ঠিক থাকার পরও তাদের ভোট দিতে দেওয়া হচ্ছেনা। মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস তখন সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার সাথে কথা বলে কোন সুরাহা করতে না পেরে সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন 'যেহেতু আমার এলাকার বয়স্ক সিনিয়র সিটিজেন শতশত মহিলা ভোটাররা কষ্টকরে ভোটকেন্দ্রে এসেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। সেখানে আমরা দুজন ভোট দিয়ে কি করবো?' আমরা আর ভোট দিবনা।

এসময় মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা দেখছেন যে স্লিপ নিয়ে এসেও ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছে।আবার অনেকে স্লিপ নিয়ে আসেনি ঠিক কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে আসলেও প্রিজাইডিং কর্মকর্তারা তাদের ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের সহযোগিতা না করে উল্টো তাদের বের করে দেওয়া হচ্ছে।’ 

এ ঘটনার প্রতিবাদে ভোটদান থেকে বিরত থাকার কথা জানিয়ে তিনি বলেন,‘সরকারের পৃষ্ঠপোষকতায় নির্বাচন কমিশন (ইসি) একটি প্রহসনের নির্বাচন করছে।’

একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা-এ কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১