বাংলাদেশের খবর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯

তাহারাতের উপকারিতা ও ফজিলত


তাহারাতের উপকারিতা অনেক। হজরত শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রা.) বলেন, পবিত্রতার বদৌলতে মানুষ মহান মর্যাদার অধিকারী হয়। মানুষের অন্তরাত্মা পশুত্বের প্রভাবমুক্ত হয়ে ইমামি আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এতে বান্দার গুনাহ মাফ হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। পবিত্রতা মানুষকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখে এবং কবরের আজাব থেকে রক্ষা করে। এতে দেহ ও শরীর সজীব এবং সতেজ হয়। হূদয়ে প্রফুল্লতা হাসিল হয়। ইবাদতের স্বাদ অনুভূত হয়।

হাদিস শরিফে তাহারাতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘সালাতের চাবি হলো তাহারাত।’

অন্য হাদিসে আছে, রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধোয় তখন অজুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়, যা সে তার দু’চোখ দিয়ে করেছিল। যখন সে তার দু’হাত ধুয়ে ফেলে তখন অজুর পানির সঙ্গে অথবা অজুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সব গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে করেছিল। শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়।

অপর এক হাদিসে আছে, নবী করিম (সা.) একদিন সাহাবিগণকে বললেন, আমি কি তোমাদের এমন এক বিষয়ের কথা বলব যার কারণে আল্লাহপাক গুনাহ মাফ করে দিবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন?

সাহাবিগণ বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রসুল। তখন তিনি বললেন, তা হলো কষ্টকর অবস্থায়ও পূর্ণভাবে অজু করা, বেশি বেশি মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। এ হলো জিহাদের উদ্দেশ্যে সীমান্ত পাহারা দেওয়ার মতো। রসুলুল্লাহ (সা.) আরো বলেন, কোনো ব্যক্তি যদি খুব ভালো করে অজু করে এই দোয়া পড়ে তবে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। দোয়াটির অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রসুল। অন্য হাদিসে আছে, রসুলুল্লাহ্ (সা.) বললেন, আমার উম্মত কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে, অজুর ফলে তাদের মুখমণ্ডল হবে নূরানি এবং হাত-পা দীপ্তিময়। আর হাউজের (কাওসারের) পাড়ে আমি হব তাদের অগ্রবর্তী।

 

লেখক : আলেম ও গবেষক


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১