বাংলাদেশের খবর

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯

চায়ের ভুবনে নতুন সংযোজন পাট পাতার ‘সবুজ চা’

পাট পাতার ‘সবুজ চা সংগৃহীত ছবি


বিশ্বের মধ্যে পাট পাতার চা বাংলাদেশেই প্রথম উৎপাদন হচ্ছে। বাংলাদেশে পাটের পাতা থেকে ‘সবুজ চা’ উৎপাদন শুরু হয়েছে। রফতানিও হচ্ছে জার্মানিতে। জামালপুরে একটি কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশে পাট পাতা থেকে এই অরগানিক চা উৎপাদনে সাফল্য লাভের প্রথম দাবি করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। ঢাকায় গুয়ার্সি অ্যাকুয়া অ্যাগ্রো টেক নামক একটি প্রতিষ্ঠান পাটের পাতা দিয়ে তৈরি অরগানিক চা জার্মানিতে রফতানি শুরু করে। 

তোষা পাটের পাতা থেকে এই চা স্বাদে ভালো। তবে দুধ মিশিয়ে এই চা পান করা যাবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১