বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯

ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে


নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। প্রিমো এক্স ফাইভ মডেলের এই স্মার্টফোনটি গাজীপুরে অবস্থিত ওয়ালটনের স্মার্টফোন কারখানায় তৈরি।

প্রিমিয়াম মেটাল ফ্রেম ডিজাইনের এই স্মার্টফোনে থাকছে ৫ দশমিক ৯৯ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে যার আসপেক্ট রেশিও ১৮ : ৯। ফোনটিতে থাকছে ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম যা নিশ্চিত করবে দারুণ পারফরম্যান্স। এ ছাড়া আছে ৬৪ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি। ওয়ালটনের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬৪ বিটের ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। ফোনটির গ্রাফিক্স মালি-জি৭১।

নতুন এই ফোনের রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল বিএসআই রিয়ার ক্যামেরা যার একটিতে আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর এবং অন্যটিতে ৫ মেগাপিক্সেল সেন্সর যাতে নিখুঁত ছবির পাশাপাশি ধারণ করা যাবে ফুল এইচডি ভিডিও। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে সফট এলইডি ফ্ল্যাশযুক্ত এফ২.০ অ্যাপারচার সাইজের ১৬ মেগাপিক্সেল বিএসআই ক্যামেরা।

প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ দিতে ফোনটিতে আছে ৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন ফোনটি থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। ফোনের তথ্য সুরক্ষায় রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর ফেস আনলক ফিচার ০.৩ সেকেন্ডে ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে।

ব্লু রঙের স্লিম স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে এক বছরের রেগুলার ওয়ারেন্টির সঙ্গে রয়েছে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১