বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯

খামারে আগুন, ৬টি গরুসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই


নরসিংদীর রায়পুরায় গরু খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার নজরপুরের হাসিব আহমেদের গরু খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে খামারের ৬টি গরু ও গরুর খাবারের মালামালসহ প্রায় ৩০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই নজরপুর গ্রামের রায়পুরা উপজেলা (বিআরডিবি) চেয়ারম্যান হাসিব আহমেদ জাকিরের গরু খামারে আগুন লাগে। অগ্নিকান্ডে খামারের ৬টি গরু পুড়ে জলসে যায় ও ১টি গরু নিখোঁজ রয়েছে। এলাকাবাসী অগ্নিকান্ডের খবর পেয়ে রায়পুরা উপজেলা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় তারা ৬টি গরু উদ্ধার করেন।

উদ্ধারকৃত গরু গুলোকে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় খামারের গরু ও মালামালসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির আশংঙ্কা করছেন খামারের উদ্যোক্তা।
রায়পুরা থানা ফায়ার সার্ভিস উপ-পরিচালক সৈয়দ আসাদুজ্জামান বলেন, গরু খামারে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্য জনক কারনে ঘটতে পারে বলে আমরা ধারনা করা করছি। খামারের ভিতরে অনেক খড় কোটা রয়েছে। তবে ফার্মের গরু ও মালামালসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১