বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯

মাশরাফির ‘২’

ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা সংগৃহীত ছবি


কেবল বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত একজন সংসদ সদস্য মাঠে নামেন প্রতিযোগিতামূলক কোনো আসরে। তিনি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নড়াইল-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন জাতীয় ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি। গত বৃহস্পতিবার শপথও নেন তিনি।

আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে। মাশরাফির জার্সি নং-২। কাকতালীয়ভাবে মাশরাফির সংসদীয় আসনও ২। আগের আসরের চ্যাম্পিয়ন দলটি উদ্বোধনী ম্যাচে হেরে মাঠ ছাড়ে।

দল হারলেও বল হাতে সফল ছিলেন ম্যাশ। নেন ২ উইকেট, রানও করেন ২। রংপুরের করা ৯৮ রানের জবাবে চিটাগংয়ের ব্যাটিংয়ের সময় প্রথম ওভার বল করতে এসে মাশরাফি দেন তিন রান। এক ওভার পর ফিরে নেন ক্যামরেন ডেলপোর্টের ( আট বলে আট) উইকেট। নিজের চতুর্থ ওভারে মাশরাফির দ্বিতীয় শিকার নাইম হাসান (১০বলে ১০)।

মাশরাফির আসন নড়াইল ২, আজ রান করেন ২, জার্সি নম্বর ২, উইকেট নেন ২।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১