বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন

সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় সর্বস্তরের জনতার ঢল সংগৃহীত ছবি


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এসেছে সর্বস্তরের জনতা। এসময় ঢল নামে তার জানাজায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছেন এই জানাজায়। অনেকে এসেছেন

রোববার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হবে সৈয়দ আশরাফের জানাজা।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জনস্রোত নামে। জানাজাস্থলে আসেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রায় সব নেতা, ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীসহ মরহুমের শুভানুধ্যায়ীরা।

রায়ের বাজার হাইস্কুলের শিক্ষক আব্দুল আউয়াল প্রিয় ব্যক্তিত্বকে এক নজর দেখার জন্য সকালেই এসে হাজির হয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শোকাহত আব্দুল আউয়াল জানান, তিনি সৈয়দ আশরাফকে শেষশ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে এসেছেন এখানে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা থেকে শুরু করে সর্বসাধারণের অংশগ্রহণে সম্পন্ন হবে নামাজে জানাজা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মারা যান। পরে গতকাল শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে আনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১