বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯

হেনস্থার মুখে পড়েছিলেন সোমলতা

সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য ছবি : ইন্টারনেট


গত শুক্রবার ভারতের ধূপগুড়ির একটি স্কুলে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য। গতকাল শনিবার ফেসবুক লাইভে এই অভিযোগ জানান তিনি। তার দাবী, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা সোমলতাকে মত্ত অবস্থায় মঞ্চে উঠে হেনস্থা করেন৷তিনি শ্রোতাদেরও উস্কে দেন। বাধ্য হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গায়িকা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে৷ ভিডিওটি ছড়িয়ে পড়ার পরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিবাদের ঝড় ওঠে।

রাতে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি ধূপগুড়ি থানার আইসিকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার নির্দেশ দেন। অর্ণব অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবী করেছেন, তিনি মত্ত ছিলেন না। অনুষ্ঠান ভাল করে শোনা যাচ্ছিল না বলে তিনি সে কথা মাইকে জানাতে গিয়েছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১