বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯

ব্যারিস্টার মইনুলের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা স্থগিত

ব্যারিস্টার মইনুল হোসেন সংগৃহীত ছবি


টেলিভিশন টকশোতে এক নারী সাংবাদিককে আপত্তিকর মন্তব্যের জেরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের করা এক মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মইনুলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই স্থগিতাদেশ জারি করেন। মইনুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম। 

গত ২৪ অক্টোবর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন। পরে ট্রাইব্যুনাল গুলশান থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট মইনুলকে জামিন দেয়।

গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াতের এজেন্ট বললে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ ঘটনার পর মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে দেড় ডজনের ওপরে মামলা দায়ের হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১