বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯

ভ্রাম্যমান আদালত

নাগরপুরে তিনটি অবৈধ ড্রেজার জব্দ

উপজেলা নির্বাহি আফিসাররে নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরীর নেত্রীত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহি আফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশে অবৈধ ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের ধলেশ্বরীর শাখা নদীর তিনটি ড্রেজার জব্দ করা হয়। 

জানাযায়, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ড্রেজার নদীতে বসিয়ে বালু উত্তোলন করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহি আফিসাররে নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরীর নেত্রীত্বে তিনটি ড্রেজার জব্দ করেন এবং ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।

এসময় নাগরপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় এলাকাবাসী ও আন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান।

এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাবরিন চৌধুরী বলেন অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাই অপরাধী যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১