বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯

বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে কারা, তা শনাক্তে কমিশন হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক সংগৃহীত ছবি


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের নেপথ্যে কারা রয়েছে তাদের শনাক্তে একটি কমিশন গঠনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। আমরা ফিরিয়ে আনতে পারিনি, ব্যর্থ হয়েছি এটা ঠিক নয়। আমরা একটা প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করেছি। তবে এ প্রক্রিয়া অনেক বেশি লং হবে। আর এসব খুনি কোথায় আছেন তাদের সনাক্ত করাও একটু কঠিন । তবে বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে কারা দায়ী, তাদের শনাক্তে আমরা কমিশন গঠনের চেষ্টা করবো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা অসম্ভব নয়, তবে কঠিন। এটা নিয়ে আমরা কাজ করেছি। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কঠিন হওয়ার কারণও আছে। আর সেটা হলো ৭৫ সালে বঙ্গবন্ধুকে খুনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে খুনিদের পাঠানো হয়েছে। দেশেও অনেককে প্রতিষ্ঠিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১