বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯

আজও সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

সাভার এলাকার রাস্তায় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সংগৃহীত ছবি


চতুর্থ দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে তার এ বিক্ষোভ করছে।

আজ বুধবার সকাল থেকেই কালশী এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এসময় শ্রমীকরা সড়কে অবস্থানের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে একই দাবিতে সাভার ও আশুলিয়ায় বেলা ১১টায় আবারো রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। এখানে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।

শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১