বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র গুরুতর আহত, বাস ভাংচুর

পাইকগাছায় শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিনিধির পাঠানো ছবি


পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় সাঈদ মুনতাছির সাব্বির নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ বাস ভাংচুর করেছে শিক্ষার্থীরা। আর ভাংচুরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে।  

আহত সাব্বির গুরুতর আহত অবস্থায় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।  সে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাছির সাব্বির প্রাইভেট পড়ে সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে পৌঁছালে পরিবহন কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস সাব্বিরকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে গেলে পরিবহনটি সাব্বিরকে কয়েক মিটার টেনে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় সাব্বির নিহত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ঘটনাস্থলে সমবেত হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিবহন কাউন্টার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। ছাত্ররা প্রথমে ঈগল পরিবহন কাউন্টারের সামনে বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেওয়া হয়।  পরে বিক্ষোভ মিছিল করে প্রাণিসম্পদ অফিসের সামনে অবস্থান নেয়। এরপর বিক্ষুব্ধ ছাত্ররা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।  এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জিরোপয়েন্টে সড়কে রাখা একটি বাস ভাংচুর করে। পুলিশ লাঠিচার্য করে উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও শ্রমিকরা এর প্রতিবাদে সড়কে বাস ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ ঘাতক পরিবহনটিকে জব্দ করে থানায় নেয়।

দুপুরের দিকে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব সহ সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জাকির হোসেন জানান, আমাদের বাস দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। অথচ, ছাত্ররা আমাদের বাস ভাংচুর করেছে। বর্তমানে পাইকগাছা-খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর কোনো প্রতিকার না হলে আগামীতে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১