বাংলাদেশের খবর

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯

সোনিয়া-রাহুলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ


এবার কর ফাঁকি মামলায় নতুন করে অস্বস্তিতে পড়েছে ভারতের গান্ধী পরিবার। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ১শ কোটি রুপিরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে আয়কর দফতর। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেশ কিছুদিন ধরে বিপত্তিতেই রয়েছে তারা। এতে যেনো যোগ হলো নতুন মাত্রা। মা-ছেলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরুর অনুমতি পাওয়ার পর তাদের আয়ের হিসাব খতিয়ে দেখে আয়কর দফতর। অভিযোগ উঠেছে ২০১১-১২ অর্থবছরে কোটি কোটি রুপি আয় গোপন করেছেন কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপার্সন। সে সময় রাহুলের আয় ছিল প্রায় ১১৫ কোটি রুপি ও সোনিয়ার ১৫৫ কোটিরও বেশি।

কিন্তু তারা আয় দেখিয়েছিলেন মাত্র ৬৮ লাখ রুপি। আয়কর দফতরের হিসাব অনুযায়ী গান্ধী পরিবার মোট ৩শ কোটিরও বেশি রুপি আয়ের কথা গোপন করেছে। এই আয়োর কর ১শ কোটি রুপিরও বেশি। এছাড়া কর ফাঁকির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা অস্কার ফার্নান্দেজের বিরুদ্ধেও। তিনি প্রায় ৪৯ কোটি রুপি আয় গোপন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১