বাংলাদেশের খবর

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে ঘুষের ৬ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

দুর্নীতি দমন কমিশনের লোগো সংগৃহীত ছবি


চট্টগ্রাম কাস্টম হাউসের রেভিনিউ অফিসার (প্রশাসন) নাজিম উদ্দিনকে ঘুষের ৬ লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ গ্রহণের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম জানান।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগে নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তার অফিসের আলমারিতে ৬ লাখ টাকা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় কাস্টম কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১