বাংলাদেশের খবর

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯

হিলি ট্রেন দুর্ঘটনা দিবস রোববার


আগামীকাল ১৩ জানুয়ারি দিনাজপুরের হিলি ট্রেন দুর্ঘটনা দিবস।  ২৪ বছর আগে ১৯৯৫ সালের ১৩ জানুয়ারিতে হিলি রেলস্টেশনে ঘটেছিল এক হৃদয় বিদারক ট্রেন দুর্ঘটনা।  

হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু জানান, সেদিন রাত সোয়া ৯টায় গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১নং লোকাল ট্রেনটি ১ নম্বর রেল লাইনে দাঁড়িয়েছিল। কর্তব্যরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণে সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করলে ট্রেন দুইটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বিকট শব্দে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ দু’টি বগি দুমড়ে মুচড়ে যায়। হতাহত হয় শতাধিক ব্যাক্তি। যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা ধরা হয় ২৭ জন।

পরের দিন ১৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। ঘোষণা দেন নিহত ও আহতদের ক্ষতিপুরণের। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু ২৪ বছরেও আহত ও নিহতদের অনেক পরিবার পায়নি ক্ষতিপূরণের সেই টাকা। আলোর মুখ দেখেনি তদন্ত কিমিটির প্রতিবেদনও।

রেলওয়ে একতা কাবের সভাপতি আমজাদ হোসেন খাঁন জানান, হিলি রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় প্রতি বছরের মতো এবারও কালো ব্যাচ ধারণসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১