বাংলাদেশের খবর

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯

পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, ৫০ কারখানায় ছুটি

পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংগৃহীত ছবি


বেতন বৈষম্যের প্রতিবাদে ও বেতন বৃদ্ধির দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছেন।

আজ শনিবার আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অনেক শ্রমিক আহত হয়েছেন।  শ্রমিকদের এ অব্যাহত বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা হয়েছে অন্তত ৫০টি কারখানায়।

আজ সকাল থেকেই রাজধানীর মিরপুর-১ নম্বর, আনসার ক্যাম্প ও কল্যাণপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

এছাড়া মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়ায়ও সড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। এসময় তারা গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি ফুটপাতের বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেন।

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকার টার্গেট ফ্যাশন কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, কোনাবাড়ী ও মোগরখাল এলাকাসহ আশপাশের এলাকার অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১