বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ দিবসে গাইলেন আঁখি

সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর সংরক্ষিত ছবি


কলকাতার ‘বাংলাদেশ দিবস’-এ সঙ্গীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর। গত ১০ জানুয়ারি কলকাতার যোধপুর পার্কের এ অনুষ্ঠানে আঁখি আলমগীর ছাড়াও সঙ্গীত পরিবেশন করেছেন অণিমা রায়, নীশিতা বড়ুয়া ও স্বপ্নিল সজীব। ‘বাংলাদেশ উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার পৌরমন্ত্রী ফিরহাদ করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শীর্ষ আধিকারিক কবি রবিউল হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উৎসব ২০১৯’-এর চেয়ারম্যান শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

অনুষ্ঠানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আমাদেরকে উৎসব কমিটি যে সম্মান দিয়েছে, তা শিল্পী হিসেবে অনেক বড় প্রাপ্তি।’ গত বছর একই মঞ্চে আইয়ুব বাচ্চু ও আঁখি আলমগীর সঙ্গীত পরিবেশন করেছিলেন। তাই গত ১০ জানুয়ারির অনুষ্ঠানে আঁখি আলমগীর নিজের গানগুলো টানা এক ঘণ্টারও বেশি সময় গাওয়ার পর একেবারে শেষ পর্যায়ে আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আঁখি আলমগীর গেয়ে ওঠেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। গানটি গাইতে গাইতে আঁখি আলমগীর মঞ্চে স্বপ্নিল সজীবকে ডেকে নেন।

দুজনের কণ্ঠে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি তখন অন্য এক দ্যোতনার সৃষ্টি করে। সেই দ্যোতনায় চোখ ভিজে ওঠে উপস্থিত সবার। নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি আঁখি ও স্বপ্নিলও। এবারের উৎসবে আইয়ুব বাচ্চু না থাকলেও তিনি সবার হূদয়ে মিশে যে ছিলেন আঁখির গান গাওয়ার মধ্য দিয়ে যেন তাই প্রমাণ হলো। এ প্রসঙ্গে স্বপ্নিল সজীব বলেন, ‘বাচ্চু ভাই আমাদের দেশের সম্পদ। তিনি নেই, এ কথা আমি কখনো বিশ্বাস করব না। তিনি আমাদের হূদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১