বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯

কাজে না ফিরলে কারখানা বন্ধ : বিজিএমইএ

বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা ছবি : সংগৃহীত


আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সোমবারের (১৪ জানুয়ারি) মধ্যে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিক রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। ফিরে না গেলে শ্রমিকদের বেতন দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

আজ রোববার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন প্রতিষ্ঠানটির নেতারা।

এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শ্রমিক ভাইবোনদের উদ্দেশে বলছি, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে আপনারা কাজে না ফেরেন, তাহলে আপনাদের কোনো মজুরি দেওয়া হবে না। এছাড়া শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক ওইসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ'র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১