বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯

কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা


তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের।

এদিকে, সমঝোতার পরও সকালে আশুলিয়ায় হামীম গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার সরকার পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর গ্রেডে সমন্বয় করে। এ গ্রেডে শ্রমিকদের ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ ৬ গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে। এতে সর্বোচ্চ বেতন বেড়েছে ৫২৫৭ টাকা। আর সর্বনিম্ন ২৭০০ টাকা।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন। মালিক-শ্রমিক ও সরকারের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামী দু’একদিনের মধ্যে জারি করা হবে। নতুন মজুরি কাঠামো গত ডিসেম্বর থেকে কার্যকর হবে। যা আগামী ফেব্রুয়ারির মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান মন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১