বাংলাদেশের খবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯

দুর্গাপুরে সড়কে খুঁটি দিয়ে ভাঙ্গা দেয়াল রক্ষার চেষ্টা


নেত্রকোনার দুর্গাপুরে সড়কের উপর খুঁটি দিয়ে ভাঙ্গা দেয়াল রক্ষার চেষ্টা চালাচ্ছে উপজেলা ভূমি অফিস। পৌর শহরের ধানমহল এলাকায় এই খুঁটি স্থাপনে সড়ক দিয়ে চলাচল করতে আতংকে রয়েছেন চালক ও পথচারীরা ।

শহরের অন্যতম ব্যস্ত এই সড়ক নিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। তাছাড়া পাশেই ধানের আড়ত হওয়ায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। কিন্তু সড়কে খুঁটি দেওয়ায় সার্বক্ষণিক রাস্তায় জ্যাম লেগে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সকলের । আবার প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনাও।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই দেয়ালে ফাটল ধরেছে। দিন দিন দেয়ালটি পুরোপুরি ধসে যাওয়ার উপক্রম হচ্ছে। ফলে খুঁটি দিয়ে রাখায় এই দিক দিয়ে আমাদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। এমনিতেই রাস্তাটি ছোট, তার উপর আবার রাস্তার উপর খুঁটি দিয়ে রাস্তাটিকে আরো ছোট করে ফেলেছে। যে কোনো সময় ভেঙ্গে পড়েতে পারে। ফলে আমরা আতংকে রয়েছি।

গাড়ি চালক মানিক মিয়া বলেন, আমাদের এক ভাড়া এনেই সারাদিন চলে যায়। রাস্তার উপরে খুঁটি দিয়া কারণে গাড়ি সাথে গাড়ি লাইগা ক্ষতি হইতাছে। আবার নিজেরার মধ্যেও অনেক সময় মারামারি লাইগা য়ায়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. রিয়াদ হাসান গৌরব বলেন, দূর্ঘটনা এড়াতে দেয়ালের সাথে খুঁটি দিয়ে রেখেছি। আমরা ইতি মধ্যে জেলা প্রসাশক বরাবর একটি ইস্টিমেট উপস্থাপন করেছি। পাশ হলেই দেয়ালটি ভেঙ্গে নতুন করে স্থাপন করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১