বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯

মার্চে হতে পারে ডিএনসিসি নির্বাচন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সংগৃহীত ছবি


আগামী মার্চে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সিইসি এ কথা জানান।

সিইসি বলেন, ‘ডিএনসিসি নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা উঠে গেছে। বিষয়টি নিয়ে এখন কমিশনের সঙ্গে বসতে হবে। আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলব।’

তিনি বলেন, মার্চে শুরু হওয়া উপজেলা নির্বাচনের মধ্যেই এ নির্বাচন করা হবে।

ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। আজ ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। ফলে এই নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১