বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯

গোপালগঞ্জে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল


গোপালগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার । এ জেলায় দেড় লক্ষাধিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ সিভিল সার্জন-এর সম্মেলন কক্ষে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. তরুন মণ্ডল এমন তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডা. তরুন মণ্ডল জানান, আগামী ১৯ জানুয়ারি সব শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, জেলার পাঁচটি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৩৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১ থেকে ৫ বছরের ১ লাখ ৬৭ হাজার ৮৮৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে মোট ১ হাজার ৭৬০টি কেন্দ্রে ৩ হাজার ৫২০জন সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তপন মজুমদার, ডা. বুদ্বদেব সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা ইপি আই সুপারিনন্টেন্ড মো. নাহিদ কামাল, পরিসংখ্যানবিদ মো. মনিরুল ইসলাম প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১