বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯

মাগুরায় তিন হাজার শিক্ষক অংশ নিলেন বইপড়া উৎসবে

মাগুরায় বই পড়া উৎসবে শিক্ষক-শিক্ষিকারা প্রতিনিধির পাঠানো ছবি


মাগুরায় পাঠদানের মান বাড়াতে জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দিনব্যাপী বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এবিএম নুরুল হুদার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি প্রধান অতিথি হিসেব এ উৎসবের উদ্বোধন করেন।

স্টেডিয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাকিব বলেন, ‘এ পাঠ গ্রহনের ফলে তারা উপকৃত হবেন। এতে করে শিক্ষকরা শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের সহজে সঠিকভাবে পাঠদান করাতে পারবেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১