বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯

চুরি হওয়া মোটরসাইকেল ফিরে পেলেন শাহনাজ


চুরি যাওয়ার একদিন পর শাহনাজ আক্তার পুতুলের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।  আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিএমপির উপকমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব কুমার সরকার জানান, বুধবার জনিকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ওই নারী বাইক রাইডারের মোটরসাইকেলটি চুরি হয়।

শাহনাজ জানান, রাইডশেয়ারিং সেবার মাধ্যমে তিনি তার পরিবারের ব্যয়ভার বহন করেন। মঙ্গলবার জুবাইদুল ইসলাম জনি নামে এক ব্যক্তি শাহনাজের মোটরসাইকেল চুরি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গল্প ভাইরাল হয়। চুরির ঘটনায় একইদিন রাতে শের-ই-বাংলানগর থানায় মামলা দায়ের করা হয়।

রাইডশেয়ারিংয়ের সময় জনির সঙ্গে পরিচয় হয় শাহনাজের। পরে তিনি শাহনাজকে একটি স্থায়ী চাকরি দেওয়ার কথা বলেন। মঙ্গলবার শাহনাজের মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে যান জনি। বিকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাওয়ার পর শাহনাজের কাছ থেকে মোটরসাইকেল চালানোর কথা বলে চাবি নিয়ে পালিয়ে যান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১