বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯

সুবীর নন্দীর ‘হঠাৎ ঘোমটা’

সঙ্গীতশিল্পী সুবীর নন্দী সংরক্ষিত ছবি


ইউটিউবে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর ‘হঠাৎ ঘোমটা’ গানটি। জামাল রেজার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রূপতনু। গানটি প্রসঙ্গে রূপতনু বলেন, ‘যেহেতু আমার জীবনের প্রথম সুর-সঙ্গীতের গান এটি। তাই আমি মনে মনে চেয়েছিলাম এমনই একজন শিল্পীকে দিয়ে গানটি গাওয়াতে, যিনি হবেন এদেশের একজন কিংবদন্তি শিল্পী। সুবীর নন্দী দাদা নিঃসন্দেহে এদেশের একজন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তাই আমার স্বপ্ন ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর। দাদা আমার সেই স্বপ্ন পূরণে পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম।’

গানটির রেকর্ডিং হওয়ার পর সুবীর নন্দী বলেছিলেন, ‘আমি একটি অসাধারণ কম্পোজিশনের গান গাইলাম। রূপতনু যে এত চমৎকার সুর-সঙ্গীত করতে পারে তা আমার জানা ছিল না। সত্যিই একটি চমৎকার গান হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আর রূপতনুর জন্য অনেক আশীর্বাদ রইল, আগামীতে সে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে।’

রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেলে ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিও এরই মধ্যে প্রকাশ হয়েছে। রূপতনু জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১