বাংলাদেশের খবর

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯

বিএনপিকে রাজনীতি থেকে বাদ দিতে হবে : ইনু


বিএনপিকে রাজনীতি থেকে বাদ দিতে হবে, এই জায়গায় কোনো মায়া মমতা রাখলে চলবে না। রাজনীতি থেকে জামায়াতকে ধ্বংস করে দিলেও, যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হলেও বিএনপি যদি রাজনীতিতে বিষবৃক্ষ থাকে তাহলে আবারো দেশে নব্য রাজাকার উৎপন্ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

গতকাল বুধবার রাতে নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যে ভাবে পাকিস্তানকে বাদ দিয়ে ছিলাম ঠিক তেমনি ভাবেই, যারা ৭৫ এর পর নাজিল হয়েছে সেই সামরিক শাসকের মদত পুষ্ট রাজনৈতিক শক্তি বিএনপিকে রাজনীতি থেকেও বাদ দিতে হবে। যতক্ষণ না বাদ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আরেক বার রাজাকার সরকারের সম্ভবনা উঁকি দিতে থাকবে।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলজ্বাহ রুহুল আমিন চুনুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা মুখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, ডা: দিবালক সিংহ, উপজেলা জাসদ সভাপতি অজয় সাহা সহ প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১